top of page

নর-নারী কথা

Gopon Kotha

"ঘুম আর ঘুম খালি ,ওঠো দেখি এইবার !” “আহঃ! হলো কি ? এখন তো সব‌ই রোববার ।“ “সেই সব কথা, সাজে শুধু তোমার এতো সুখ কি, আছে নাকি আমার? ওঠো আর লাগাও হাত, বানাও কিছু খাবার - এতোগুলো লোক খাবে, বারেবারে তিনবার। বাকিদের দেখো শুধু, ভাত আর সাম্বার - তোমাদের তবু চাই, চার পদের বাহার । লোক চিনতে আমার, বাকি নেই আর, মুখে মুখে খালি ‘তুমসে হ্যায় প্যার’ ।।“ “বাজে কথা একদম, বলবে না বলছি - কাগজ পরেই আমি, ল্যাপটপ খুলছি । অফিস তো ছুটি, দেই নি মোটে – কাজ আছে মেলা, ইয়ার-এন্ড বটে । কন-কল, মেইল আর হোওয়্যটস্যপ-এর চাপ কাজ-এর চোটে ভুলে গেছি, কে আমার বাপ ।।“ “আজে বাজে কথা তুমি, বোলো নাকো যতো জানা আছে তোমার, কাজ আছে কত । একে ফোন তাকে ফোন - ঘণ্টায় ঘণ্টায় বাজে কথা গুলতানি – ব্যাস দিন কেটে যায় । বাচ্চা-রা বাড়ীতে – শুনি না তো বলতে – ‘অঙ্ক-টা নিয়ে আয় - শিখে নে গুনতে’ । কিংবা ‘ইংরাজি, গ্রামার এর চ্যাপ্টার ছুটি-তে সেরে ফ্যাল, করে ফ্যাল মাস্টার’ দায় কি শুধু আমার – রান্না আর বাচ্চা-র ? বাবা-র কাজ শুধু – ভাট বকা-লেকচার ?? রান্না-র মাসি আর হেল্পিং-হ্যান্ড নেই - কাজ যদি না কর – আজ তবে ভাত নেই “।। “আহা তুমি চটো কেন, এত কাজ কর কেন কিছু কাজ ছাড় না, পাশে এসে বসো না – ঘর মোছা বারবার, রোজ কি দরকার ? রান্না-র পরিপাটি কি আছে করবার? চার পদ করে শেষে – হয়ো নাকো জেরবার – থালা-হাতা আছে যা – মেজে দেবো একবার ।।“ “বাচ্চা-দের ছাড় দাও, হুটোপাটি হোক না এরকম ছুটি-র মজা, কচিকাঁচা পাক না সিনেমা দেখি চলো, আমরা-ও পালা করে গান কিছু ভালো-ভালো, ফিরে শুনি অবসর-এ কয়েকটা দিন বাঁচি যদি, এরম ভাবে মন্দ না কে বলেছে খারাপ সব, করেছে এই কোরোনা ।।“



By,

Saraswat Saha



 
 
 

Comments


Subscribe Form

  • facebook
  • twitter
  • linkedin

©2020 by | Seek to See Beyond |. Proudly created with Wix.com

bottom of page