top of page

একটি অপূরণীয় ভালোবাসার গল্প

Writer: Sreejit SarkarSreejit Sarkar

Updated: Jun 20, 2020

রোহিনী - সেই প্রথমবার স্টেশনের ভিড়ে আমি ওকে হারিয়ে যেতে দেখেছিলাম ।


শীর্ষ- যাওয়া আসার পথের মাঝে বহু চেনা মুখ অচেনা হয়ে যায় ঠিক Macbeth -এর "Fair is foul, foul is fair"-এর "cyclical order"-এর মতো । অচেনা →চেনা →অচেনা 


রোহিনী- এত মানুষ তাদের এত রূপ , এই সব কিছুর মাঝে আমি আদপে ওকে কোনোদিন বুঝেছি ?


শীর্ষ -বলতে চাইছিস যে ওকে বুঝিস নি তাই তো ?


রোহিনী - দেখ! বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ অনেকেরই পছন্দ ।


শীর্ষ- "বিলক্ষণ"।


রোহিনী- যখন সাহিত্যচর্চা করত ভিন রাজ্যে বসে তখন ভাবতাম ফোন করা বা টেক্সট করা ঠিক হবে না । ওর এক মন খারাপি রাতে চুপ  করে ফোনে ওর সব কথা শুনেছিলাম ।


শীর্ষ- solution বা way out কোনো কিছুই দিতে যাসনি কারণ মনে হয়েছিল ওর দরকার এখন এমন একজনের যে মন দিয়ে ওর সব কথা শুনবে।


রোহিনী - এমন প্রায় দিনই হত যে কথা বলে বুঝতে পারতাম যে ওর মনটা ভালো নেই। জানতাম "কেমন আছিস?" এর উত্তর ও " দিব্বি আছি" বা " বেশ আছি " বলবে কিন্তু মানুষ  তো অভ্যাস-এর দাস তাই সেই অভ্যেস মত জিজ্ঞাসা করতাম। ওকে ঠিক ওর মত করে বুঝে উঠতে পারিনি । জানিস তো মাঝে মধ্যে ফোনে...


শীর্ষ - ফোনে?


রোহিনী - না কিছু না।


শীর্ষ - সব ঠিক হয়ে যাবে। 


রোহিনী - সব কিছু যে ঠিক করা যায় না। সেই প্রথমবার স্টেশনের ভিড়ে আমি ওকে হারিয়ে যেতে ' দিয়েছিলাম ' কারণ সেই প্রথমবার আমার-ও মনে হয়েছিল মানুষটাকে অনেক আগেই হারিয়ে ফেলেছিলাম...নতুন করে হারাবার তো কিছু নেই । 


শীর্ষ- ভুলতে পারছিস না বল?


রোহিনী - ও পেরেছে অামাকে ভুলতে? 


শীর্ষ - চোখে জল?


রোহিনী - " আগের মতো মেঘ করেছে কিন্তু কান্না নেই "  


শীর্ষ - Riddle নিয়ে বসবে নাকি?


রোহিনী - জীবনটাই তো হেঁয়ালিতে ভড়া।


শীর্ষ -  আমি শুধু ভাবি তোরা দুজন এক হলে কি হত


রোহিনী - Medieval alchemy! বড্ড শক্ত...


শীর্ষ - Alchemy?  


রোহিনী - ওকে বোঝা। খুব কম লোকই পারে ওকে পুরোপুরি বুঝতে। তবে পশ্চিমবঙ্গের বাইরে  থেকে বাঙালি যে আরো বাঙালিয়ানা-এ ডুবে   থাকে সেটা ওকে দেখে বুঝেছিলাম  ।


শীর্ষ - সময়কে সময় দিতে শেখ দেখবি আস্তে আস্তে সব ভুলে যাবি ।


রোহিনী -সময়ের সাথে সাথে যদি সবটা মিলিয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে সবটাই মিথ্যে ছিলো ।


শীর্ষ - পৃথিবীটা খুবই ছোটো হয়তো কোনো এক "ভিন রাজ্যে " তোদের আবার দেখা হবে।


রোহিনী - আর যদি কোনো এক চতুর্দশপদী কবিতার শেষে কিংবা কোনো এক বালির শহরে দেখা হয় তখন? 


< প্রেয়সী বিশ্বাস - preyoshibiswas31@gmail.com >



Commentaires


Subscribe Form

  • facebook
  • twitter
  • linkedin

©2020 by | Seek to See Beyond |. Proudly created with Wix.com

bottom of page